TMC Jana Garjana

মোদী না দিদি, বাংলা কার গ্যারান্টি চায়? প্রশ্ন অভিষেকের, ব্রিগেডে চ্যালেঞ্জ মোদীকে

২০১৯ সালের পর ২০২৪ সাল। পাঁচ বছর পর আবার ব্রিগেডে সমাবেশ করল তৃণমূল। লোকসভা ভোটকে সামনে রেখে ‘জনগর্জন সভা’য় বক্তব্যে লোকসভা ভোটের প্রচারের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৫২
Share:

ব্রিগেডে বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:৩২ key status

১০ মিনিটের ভিডিয়ো চালিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

১০ মিনিটের একটি ভিডিয়ো চালালেন জায়ান্ট স্ক্রিনে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে বিশ্বভারতী বিতর্ক, একের পর এক ইস্যুর ছবি দেখিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, বাংলার মনীষীদের সম্পর্কে বারংবার অসম্মানজনক মন্তব্য এবং ব্যবহার করেছেন বিজেপি নেতারা। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:২৯ key status

জনগর্জন কী, শুধু ট্রেলার দেখালাম, সিনেমাটা লোকসভা ভোটে জনগণ দেখাবে: অভিষেক

‘‘বলুন কার গ্যারান্টি? মোদী না দিদির?’’ সুর চড়িয়ে অভিষেকের সংযোজন, ‘‘লড়াইয়ের ময়দানে লড়ে নেব। খেলা হবে। তৈরি থেকো বিজেপির বন্ধুরা। জনগর্জন কী, আজকে শুধু একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা বাংলার আপামর জনতা দেখাবে।’’

ব্রিগেডে অভিষেক। রবিবার — নিজস্ব চিত্র

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:২৮ key status

ছবি মিথ্যা বলবে না... চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

‘‘আমি যে কথা বলি, কেউ বিশ্বাস করবেন, কেউ করবেন না। কিন্তু ছবি মিথ্যা বলবে না। আপনাদের ১০ মিনিটের একটি ভিডিয়ো দেখাব। এরা (বিজেপি সরকার) মানুষকে ভাতে মারার চক্রান্ত করেছে। আপনি কার সঙ্গে থাকবেন, সেই সিদ্ধান্ত তার পর আপনি নিন।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:২৫ key status

প্রধানমন্ত্রীকে বলব... আবাস নিয়ে প্রশ্ন অভিষেকের

‘‘প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন....’’ র‌্যাম্পে কিছুটা হেঁটে এগিয়ে আবার শুরু করলেন অভিষেক। জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। আবাস প্রকল্পে মোদীর দাবি খণ্ডন করে চিঠি দেখিয়ে অভিষেক বললেন, ‘‘২০২২-’২৩ এবং ২০২৩-’২৪ অর্থবর্ষে আবাসের একটি টাকাও দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রীকে বলব, শ্বেতপত্র প্রকাশ করুন।’’ অভিষেক আরও বলেন, ‘‘কত টাকা ১০০ দিনের কাজে দিয়েছেন, কত টাকা আবাসে দিয়েছেন, তার শ্বেতপত্র প্রকাশ করতে যদি না-ও পারেন, বিজেপির যে কোনও নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনও অফিসারকে কলকাতায় পাঠাবেন। চ্যানেল, সঞ্চালক, সময় আপনি ঠিক করুন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।’’

ব্রিগেডের র‌্যাম্পে হেঁটে বক্তৃতা অভিষেকের। রবিবার। — নিজস্ব চিত্র

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:২১ key status

কার পক্ষে থাকবেন? ভাষণ না রেশনের পক্ষে: অভিষেক

‘‘কার পক্ষে থাকবেন? যিনি ভাষণ দেন, না যিনি রেশন দেন?’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:২০ key status

অভিষেকের নিশানায় শুভেন্দু

‘‘প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন? দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্তটা তাঁর পাশে বসে রয়েছে।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:১৮ key status

‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন...’

‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন, বাংলার কোটি কোটি মানুষকে আজও বন্দুকের নলের নীচে মাথা নত করে থাকতে হত। আমরা লড়ে দেখিয়েছি। করে দেখিয়েছি।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:১৫ key status

দিদি না মোদী? ব্রিগেডে প্রশ্ন অভিষেকের

‘‘দিদি না মোদী? কার গ্যারান্টি চায় বাংলা? মোদী না দিদি?’’

ব্রিগেডের সভায় বক্তা অভিষেক। রবিবার। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:১২ key status

বিজেপিকে তীব্র আক্রমণে অভিষেক

আবার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপিকে দুষলেন অভিষেক। অভিযোগ করলেন, বাংলা বিরোধীদের জনপ্রতিনিধি করেছে বিজেপি।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:০৯ key status

এটা মানুষের ক্ষমতা প্রমাণের ব্রিগেড: অভিষেক

‘‘আমি বলব, জনগণের গর্জন। আপনারা বলবেন, বাংলা বিরোধীদের বিসর্জন। এটা মানুষের ক্ষমতা প্রমাণের ব্রিগেড।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:০৭ key status

জয় বাংলা স্লোগান তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক

‘‘আপনাদের টাকা আপনারা পাবেন। পঞ্চায়েত ভোটের এক মাসের মধ্যে ব্যবস্থা আমরা করব বলেছিলাম। করেছি। আজও করব।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:০৪ key status

আগামীর রায়, বাংলার বিরোধীরা বিদায়

‘‘কেউ বলছে, একে একে ছেড়ে চলে যাচ্ছে, ক’দিন পর তৃণমূল দলটাই থাকবে না। আমরা ঠিক করেছিলাম, এদের কাছে টাকাপয়সা আছে, ইলেকশন কমিশন আছে, ইডি-সিবিআই আছে। তৃণমূলের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক। আগামীর রায়, বাংলা বিরোধীরা বিদায়।’’

ব্রিগেডের সভার র‌্যাম্পে জনগণকে প্রণাম অভিষেকের। রবিবার। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:০২ key status

ব্রিগেডে ‘রেকর্ড’ তৃণমূলের, দাবি অভিষেকের

‘‘দু’সপ্তাহের কম সময়ের মধ্যে ব্রিগেডে সমাবেশের ঘোষণা করেছিলাম। বিগত দিনগুলিতে যত জনসভা হয়েছে, তৃণমূল বাদে যারা সভা করেছে, তার প্রস্তুতি নিতে ছ’মাস লেগেছে। আমরা ১২ দিনে করে দেখালাম।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:০০ key status

বক্তৃতা শুরু অভিষেকের

র‌্যাম্পে হাঁটতে হাঁটতে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে হাত তুললেন অভিষেক। বার কয়েক হাত ঝাঁকালেন। এ যেন কর্মী-সমর্থকদের চাঙ্গা করার এক বার্তা।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৫৭ key status

জনতার উদ্দেশে হাত নাড়লেন, প্রণামও করলেন অভিষেক

মঞ্চে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাত নাড়লেন কর্মীদের উদ্দেশে। প্রণামও করলেন। র‌্যাম্পে নতজানু হয়ে প্রণাম অভিষেকের।

ব্রিগেডে পৌঁছলেন অভিষেক। রবিবার। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৪৯ key status

মঞ্চে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ব্রিগেডে মঞ্চে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৩৫ key status

পাঁচ বছর পর ব্রিগেড তৃণমূলের

২০১৯ সালের পর ২০২৪ সাল। পাঁচ বছর পর আবার ব্রিগেডে সমাবেশ করছে তৃণমূল। লোকসভা ভোটকে সামনে রেখে ‘জনগর্জন’ সভায় বক্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী জমানাকে তিনি জমিদারির সঙ্গে তুলনা করেছেন। অভিযোগ, বাংলাকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৩৪ key status

‘জমিদারি শাসন’ উৎখাতের ডাক অভিষেকের

তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রেখেছে কেন্দ্র। ‘প্রাপ্য’ আদায়ের দাবিতে কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত আন্দোলন করেছেন অভিষেক।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৩৩ key status

‘জনগর্জন সভা’ থেকে লোকসভা ভোটের প্রচারের সুর বেঁধে দিলেন অভিষেক

লোকসভা ভোটকে সামনে রেখে ব্রিগেডে তৃণমূলের আয়োজিত সমাবেশের নাম ‘জনগর্জন সভা।’ বস্তুত, এই সমাবেশ থেকে বাংলায় লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করল রাজ্যের শাসকদল। ব্রিগেড সমাবেশের আকর্ষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে ব্রিগেডমুখী তৃণমূলের নেতা এবং কর্মীরা। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement