Siliguri

WB Municipal Election 2022: প্রথম বার শিলিগুড়ি পুরসভার দখল নিল তৃণমূল, ‘শিলিগুড়িবাসীর জয়’, মন্তব্য পাপিয়ার

শিলিগুড়ি পুরসভার দখল নিল শাসক শিবির। এই প্রথম বার শিলিগুড়ি পুরনিগমে বোর্ড গঠন করবে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৭
Share:
Advertisement

২০১১ সালে রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়ে বামেদের বিদায় ঘটলেও শিলিগুড়ি পুরসভায় টিমটিম করে জ্বলছিল তাদের ক্ষমতার দাবি। কিন্তু এইবার তা-ও গেল। শিলিগুড়ি পুরসভার দখল নিল শাসক শিবির। এই প্রথম বার শিলিগুড়ি পুরনিগমে বোর্ড গঠন করবে তৃণমূল। সোমবার সকালে ভোটগণনা শুরুর কিছু ক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যায়। সেই আবহেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব।

দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি (সমতল) পাপিয়া ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘এই জয় মা মাটি মানুষের সরকারের জয়। এই জয় শিলিগুড়িবাসীর জয়। এই জয় দলনেত্রীর নেতৃত্বের জয়।’’

Advertisement

বামেদের দুর্গ হিসেবে পরিচিত, শিলিগুড়িতে বিরোধী হিসেবেও কেন পিছিয়ে গিয়েছে বামেরা? এর উত্তরে তিনি বলেন, ‘‘আমাদের চ্যালেঞ্জ একটাই ছিল যে, আমরা যদি বিগত লোকসভা এবং বিধানসভায় শিলিগুড়িতে বামেদের নামিয়ে আনতে পারি, তা হলে পুরসভায় কেন আনতে পারব না। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে আমরা সেটাই নিশ্চিত করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement