TMC

সন্দেশখালিতে তৃণমূলের কর্মিসভা

বিভিন্ন বিধানসভা এলাকায় শাসক দলের নেতা-কর্মীরা গিয়ে কর্মিসভাগুলি করবেন। তার মধ্যে সন্দেশখালি-কাণ্ডের আবহে সেখানেও আগামী ৩ মার্চ কর্মিসভা হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৫৭
Share:

—প্রতীকী ছবি।

কেন্দ্রীয় ‘বঞ্চনা’র অভিযোগে আগামী ১০ মার্চের ব্রিগেডে ‘জনগর্জন সভাকে’ সামনে রেখে রাজ্যের বিধানসভাভিত্তিক কর্মিসভা করার পরিকল্পনা নিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন বিধানসভা এলাকায় শাসক দলের নেতা-কর্মীরা গিয়ে কর্মিসভাগুলি করবেন। তার মধ্যে সন্দেশখালি-কাণ্ডের আবহে সেখানেও আগামী ৩ মার্চ কর্মিসভা হওয়ার কথা। একই দিনে কর্মিসভা হওয়ার কথা লাগোয়া মিনাখাঁ, হাড়োয়াতেও। ব্রিগেড প্রস্তুতি নিয়ে সোমবার তৃণমূলের বৈঠকে ঠিক হয়েছে, সন্দেশখালি বিধানসভার কর্মিসভাটি হবে ধামাখালিতে। উত্তর ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা এলাকায় আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সভাগুলি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement