ফের এনআরসি নিয়ে আলোচনার ভাবনা

বিধানসভার অধিবেশন বুধ এবং বৃহস্পতিবার মুলতুবি থাকছে। আগামী শুক্রবার ফের অধিবেশন হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৩
Share:

—ফাইল চিত্র।

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরোধিতা করে কিছুদিন আগেই প্রস্তাব পাশ হয়েছিল বিধানসভায়। এরই মধ্যে আগামী ২০২৪ সালের আগে দেশে এনআরসি হবেই বলে সোমবার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষিতে ফের বিধানসভায় এনআরসি নিয়ে শাসক তৃণমূল আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

বিধানসভার অধিবেশন বুধ এবং বৃহস্পতিবার মুলতুবি থাকছে। আগামী শুক্রবার ফের অধিবেশন হওয়ার কথা। ওই দিনই এনআরসি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। বিধানসভা সূত্রের খবর, ‘‘এনআরসি নিয়ে আলোচনা হওয়ার একটা প্রস্তাব রয়েছে। তবে তা চূড়ান্ত হবে বিধানসভার কার্যবিবরণী বৈঠকে।’’

পশ্চিমবঙ্গে কোনও ভাবেই তিনি যে এনআরসি হতে দেবেন না, তা বুঝিয়ে দিয়ে মঙ্গলবার বিধানসভায় নিজের ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজনৈতিক কারণে রাজনৈতিক কথা বলছে ওরা। ওরা চাইছে বলে এতদিন ধরে যে সব নির্বাচিত সরকার কাজ করেছে, সব অবৈধ হয়ে যাবে? এনআরসি চালু করার এই চেষ্টা ব্যুমেরাং হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement