বিরোধী সমর্থক হওয়ায় ফের জল বন্ধের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার কাঁথির কুসুমপুর অঞ্চলের উত্তর রামপুর গ্রামের ঘটনা। সিপিএমের জোনাল সদস্য ঝাড়েশ্বর বেরার অভিযোগ, তাঁদের কয়েকজন সমর্থক গ্রামের পুকুরে জল নিতে গেলে তৃণমূলের লোকেরা মারধর করে। জখম হন ১১জন, এক মহিলার মাথায় গুরুতর আঘাত রয়েছে। মারিশদা থানায় অভিযোগ দায়ের হলেও রবিবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। শনিবার রাতেই মেদিনীপুরের কোতবাজারে প্রাক্তন সিপিএম সাংসদ পুলিনবিহারী বাস্কের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর বাড়ির সামনে বোমাবাজিও করা হয়।
শাসক দল অবশ্য ঘটনার দায় নিতে চায়নি।