পেশাগত দাবিতে পথে তৃণমূলপন্থী শিক্ষকরা

অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে রানি রাসমণি রোড পর্যন্ত বুধবার মিছিল করেন সংগঠনের কলকাতা জেলা কমিটির সদস্য-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ০৩:২৯
Share:

প্রতীকী ছবি।

রাজ্য সরকারের কাছে পেশাগত দাবি নিয়ে এ বার পথে নামল তৃণমূলপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠন। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে রানি রাসমণি রোড পর্যন্ত বুধবার মিছিল করেন সংগঠনের কলকাতা জেলা কমিটির সদস্য-সমর্থকেরা। সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, ‘‘তৃণমূল ক্ষমতায় আসার পরে প্রাথমিক শিক্ষকদের পেশাগত দাবিদাওয়ার অনেকটা সুরাহা হয়েছে। তবে তাঁদের উপযুক্ত বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসার দাবিও ন্যায্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement