সৌগত রায়। ফাইল চিত্র ।
রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ধারাবাহিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার তিনি জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। দক্ষিণেশ্বরে একটি কর্মসূচিতে সৌগত বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এখানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’’ এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিকে নজর রাখবে।’’
দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী, বোলপুর, হাঁসখালি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে সৌগতের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত দক্ষিণেশ্বরের ওই কর্মসূচিতে সৌগতের পাশাপাশি হাজির ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘সৌগতবাবু ভাল মানুষ। সঠিক কথা বলেছেন। তবে যতটা দৃঢ় ভাবে বলা প্রয়োজন ছিল, তা পারেননি। কারণ ক্ষমতায় রয়েছে তাঁরই দল।’’ সেই সঙ্গে অধীরের মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী মহিলা না পুরুষ, এ ক্ষেত্রে তা বিচার্য নয়।’’
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সৌগতবাবু যাঁকে ‘মহিলা মুখ্যমন্ত্রী’ বলেছেন, এ রাজ্যের পুলিশমন্ত্রীও তো তিনিই। পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশটা তা হলে কে দেবেন?’’ অন্য দিকে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘তা হলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুষ সেখানে ঢালাও নারী নির্যাতন চলতে পারে? মুখ্যমন্ত্রী পুরুষ বা নারী যে হন না কেন, কিছু যায় আসে না। নারী নির্যাতন নামে ব্যাধিটাকে দূর করতে হবে।’’