Manik Bhattacharya

Manik Bhattacharya: হাই কোর্টে সম্পত্তির হিসাব পেশ মানিকের

আইনজীবী মারফত মুখবন্ধ খামে এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই হিসাব জমা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ০৫:৫২
Share:

ফাইল চিত্র।

স্কুলশিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য-প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বুধবার নিজের এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের সম্পত্তির হিসাব আদালতে জমা দিয়েছেন।

Advertisement

আইনজীবী মারফত মুখবন্ধ খামে এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই হিসাব জমা দেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এ দিন মানিকবাবুকে হিসাব জমা দিতে হবে। যে-হেতু মানিকবাবু এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেছেন এবং সেই মামলায় এখনও রায় ঘোষণা হয়নি, তাই আপাতত বিচারপতি হিসাব সংবলিত খাম খুলবেন না। ওই খাম কোর্টের নথিতে রেখে দেওয়া হয়েছে বলেই খবর।

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মানিকবাবুর নাম জড়িয়ে গিয়েছে। সেই মামলাতেই তাঁর এবং পরিবারের সব সদস্যের নামে কী কী সম্পত্তি আছে, তার খতিয়ান চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মোট দু’টি মামলায় এই নির্দেশ দেওয়া হলেও একটি মামলারক্ষেত্রে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মানিকবাবু। সেই মামলাতেও কোনও রকম স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।

Advertisement

প্রাথমিকের শিক্ষক নিয়োগের পাশাপাশি এ দিন নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলাও উঠেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ওই মামলায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র ডেটা রুম খুলে দেওয়ার জন্য ওই কমিশনের তরফে আর্জি জানানো হয়েছে। সিবিআই তদন্তে তথ্য সংগ্রহের জন্য ওই ডেটা রুম বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এ ছাড়াও ববিতা সরকার নামে এক শিক্ষরকপদ প্রার্থীর মামলায় (এই মামলাতেই মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বেআইনি নিয়োগের বিষয়টি সামনে এসেছে। অঙ্কিতার চাকরি বাতিল করে কোর্টের নির্দেশ অনুযায়ী ববিতাকে সেই পদে নিয়োগ করা হয়েছে) কোর্টের নির্দেশ মোতাবেক সব চাকরিপ্রার্থীর প্রাপ্ত নম্বর-সহ মেধা-তালিকা জমা দিয়েছে এসএসসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement