গত রবিবার রাতে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এলাকার পরিচিত তৃণমূল নেতা অনুপমকে খুব কাছ থেকে দুষ্কৃতীরা গুলি করে। তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ, তার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনুপমকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
নিজস্ব চিত্র।
পানিহাটির নিহত কাউন্সিলর অনুপম দত্তের বাড়িতে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার নিহত দলীয় কাউন্সিলরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি, ওই পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক।
মদন অনুপমের বাড়ি থেকে বেরিয়ে বলেন, ‘‘আমি দত্ত পরিবারের পাশে আছি। বিজেপি-র খুন করা ছাড়া আর কোনও কাজ নেই। হয়তো আজকেই ব্যারাকপুরে একটা খুন হয়ে যেতে পারে। ওদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থার কথা নিশ্চিত পুলিশ ভাবছে।’’
বুধবার আগরপাড়ায় অনুপমের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার অনুপমের স্ত্রী মীনাক্ষী বলেন, ‘‘নির্মল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম, প্রত্যেকেই আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ মদন মিত্র এসেও বললেন, আমাদের পাশে থাকবেন।’’
গত রবিবার রাতে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এলাকার পরিচিত তৃণমূল নেতা অনুপমকে খুব কাছ থেকে দুষ্কৃতীরা গুলি করে। তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ, তার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনুপমকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।