Accident

Accident: দুর্ঘটনায় জখম কালনার বিধায়ক, ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়ি

বৃহস্পতিবার করলা মোড়ের কাছে ডাম্পারটি আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ায় বিধায়কের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বলাগড় ও কালনা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ২০:০৯
Share:

দুর্ঘটনায় জখম বিধায়ক (ডান দিকে, মাঝে) দেবপ্রসাদ বাগের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। —নিজস্ব চিত্র।

কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। বৃহস্পতিবার হুগলির বলাগড় থানা এলাকার করলা মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে বিধায়কের গাড়িটি। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার করলা মোড়ের কাছে বিধায়কের চার চাকার গাড়ির আগে একটি ডাম্পার যাচ্ছিল। ওই ডাম্পারটি আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ায় বিধায়কের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ডাম্পারটির পিছনে সজোরে ধাক্কা মারে বিধায়কের গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, বলাগড়ের দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন দেবপ্রসাদ। পাশাপাশি, তাঁর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাম্পারটি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে তাঁকে কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

কালনা ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায় বলেন, ‘‘এমএলএ স্টিকার লাগানো গাড়িতে চড়ে বিশেষ কাজে কলকাতা যাচ্ছিলেন দেবপ্রসাদবাবু। হুগলির বলাগড়ের করলা মোড়ে তাঁর গাড়ির সামনে থাকা ডাম্পারটি হঠাৎ দাঁড়িয়ে পড়তেই দুর্ঘটনা হয়েছে। মাথায় চোট লাগায় কালনার একটি বেসরকারি ল্যাবে বিধায়কের মাথার সিটি স্ক্যান করানো হয়েছে। অন্য কোনও সমস্যা নেই। তবে মাথায় যন্ত্রণা করছে বলে জানিয়েছেন দেবপ্রসাদবাবু।’’ প্রণবের দাবি, ‘‘বিধায়কের গাড়ির আগে ওই ডাম্পারটি হঠাৎ কেন রাস্তায় দাঁড়িয়ে পড়ল, সেটাই রহস্যের।’’ ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি। অন্য দিকে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলেন দেবপ্রসাদ বাগ। ঈশ্বর তাঁকে দ্রুত সুস্থ করে তুলুন, এই কামনা করি। বিধায়কের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement