TMC

ঘোষণার পরেও যোগ দিলেন না তৃণমূলে

তৃণমূল সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ দমদম পুরসভার দুই নির্দল পুরপ্রতিনিধি রীতা রায়চৌধুরী, দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন তৃণমূল নেতা প্রবীর পালকে ‘বহিষ্কার’ করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ০৭:৫৪
Share:

—প্রতীকী ছবি।

কর্মী সম্মেলন শেষে তিন ‘বহিষ্কৃত’ নেতাকে ফের দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার এক পুরপ্রতিনিধি-সহ দু’জন দলে যোগ দিলেন না। দক্ষিণ দমদম পুরসভার ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে রবীন্দ্র ভবনে আয়োজিত কর্মী সম্মেলনে ওই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে দমদমের রাজনীতিতে।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ দমদম পুরসভার দুই নির্দল পুরপ্রতিনিধি রীতা রায়চৌধুরী, দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন তৃণমূল নেতা প্রবীর পালকে ‘বহিষ্কার’ করা হয়েছিল। সম্মেলন শেষে এই তিন জনকেই দলে ফেরানোর কথা ঘোষণা করে তৃণমূল। কিন্তু মঞ্চে দমদম লোকসভার প্রার্থী সৌগত রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ‘বহিষ্কৃত’ নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এই মুহূর্তে তৃণমূলে যোগ দিতে পারছেন না! তৃণমূলকে কৃতজ্ঞতা জানিয়েও তিনি নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। জানান, গত পুরভোটে তাঁকে যাঁরা নির্দল প্রার্থী হিসেবে জিতিয়েছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রবীরও এ দিন তৃণমূলে যোগ দেননি। প্রতিক্রিয়ার জন্য প্রবীরকে ফোন এবং মেসেজ করা হলেও উত্তর মেলেনি। তবে বহিষ্কৃত নেত্রী তথা নির্দল পুরপ্রতিনিধি রীতা এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন।

বিষয়টি নিয়ে সৌগত জানান, তিন জনকে দলে ফেরানোর ঘোষণা করা হলেও এক জন যোগ দিয়েছেন। দেবাশিস ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। প্রবীর কিছু বলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় তৃণমূল কর্মী বলছেন, ঘোষণার পরেও যোগ না দেওয়াটা কাছে দলের কাছে কার্যত অসম্মানের। নিশ্চিত ভাবে এই বিষয়টি সংশ্লিষ্ট দুই নেতা বিবেচনা করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement