Suvendu Adhikari

TMC: নারদ-সারদায় শুভেন্দুকে গ্রেফতারের দাবি, রাজভবনে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা

সারদা ও নারদ-কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১১:৩৮
Share:

নিজস্ব চিত্র।

সারদা-নারদ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে গেল তৃণমূল কং‌গ্রেস।

Advertisement

উল্লেখ্য, বিভিন্ন কেলেঙ্কারিতে ‘জড়িত’ বিজেপির নেতাদের কেন গ্রেফতার করা হবে না, সেই দাবি তুলে সোমবার থেকেই পথে নেমেছে বাংলার শাসকদল। সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্স, হলদিয়া ও কাঁথিতে সভা করেছে তৃণমূল। মঙ্গলবার সেই একই দাবিতে রাজভবনে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা।

Advertisement

মঙ্গলবার শুভেন্দুর গ্রেফতারির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে তৃণমূলের আট সদস্যের যে প্রতিনিধিদল পৌঁছেছেন, তার নেতৃত্বে আছেন ব্রাত্য। প্রতিনিধিদলে রয়েছেন তাপস রায়, কুণাল ঘোষ, শশী পাঁজার মতো নেতা-মন্ত্রীরা।

প্রতিনিধি হিসেবে আছেন ফিরোজা বিবিও। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত গ্রামবাসীদের মধ্যে ছিলেন ফিরোজার পুত্র শেখ ইমদাদুল। সেই সময় থেকেই তাঁকে সামনে রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেই ফিরোজাকেই আবার আন্দোলনের প্রথম সারিতে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ‘নন্দীগ্রামের মা’-কে সামনে আনা হচ্ছে অধুনা নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement