Midnapore

তৃণমূল ছাড়লেন শুভেন্দু অনুগামী প্রণব, কালই বিজেপিতে যোগদান?

গত ১ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদ থেকেও পদত্যাগ করেন প্রণব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৪:৪৩
Share:

তৃণমূল ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ প্রণব বসু। —নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পরেই একে একে দল ছাড়তে শুরু করলেন তাঁর অনুগামীরা। এ বার তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পশ্চিম মেদিনীপুরের বর্ষীয়ান নেতা প্রণব বসু। তৃণমূল ত্যাগের পাশাপাশি যোগ দিচ্ছেন বিজেপিতে। আগামিকাল শনিবারই অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন প্রণব।

Advertisement

শুভেন্দুর ঘনিষ্ঠ অনুগামী বলেই পরিচিত প্রণব। দীর্ঘ দিন ধরে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রণব। পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর তাঁকেই পুরসভার প্রশাসক পদে বসায় তৃণমূল। কিন্তু শুভেন্দু বেসুরো হতেই গত ১৮ নভেম্বর তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয় দল। তার পর দলের সঙ্গে দূরত্ব আরও বাড়ে। এর পর গত ১ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদ থেকেও পদত্যাগ করেন প্রণব। তার পর থেকেই জল্পনা ছিল, তাঁর তৃণমূল ছাড়া সময়ের অপেক্ষা মাত্র। বৃহস্পতিবার শুভেন্দু দলত্যাগ করতেই এ বার তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রণব।

দলের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি অজিত মাইতিকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়েছেন বর্ষীয়ান প্রণব। লিখেছেন, এখন থেকে তৃণমূলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। দল ছাড়ার পর তিনি বলেন, ‘‘তৃণমূলে পিসি-ভাইপো যে ভাবে কাজকর্ম চালাচ্ছেন, তাতে তাঁদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারা যাচ্ছে না। তাই দম বন্ধ হয়ে আসছিল। সেই কারণে তৃণমূল দল ছাড়ার সিদ্ধান্ত।’’

Advertisement

আরও পড়ুন: নতুন ‘ইনিংসে’ শুভেন্দুকে ‘জেড’ নিরাপত্তা, পাচ্ছেন বুলেটপ্রুফ গাড়িও

আরও পড়ুন: জিতেন্দ্রযোগ নিয়ে বাবুল-সখা দিলীপ, শনিবারবেলার অপেক্ষায় বিজেপি

পরবর্তী পদক্ষেপ কী? প্রণব বলেন, শুভেন্দু যে পথে চলবে, সেটাই তাঁর পথ। আগামিকাল অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগদান করতে চলেছেন বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এখনও সঠিক তালিকা তৈরি হয়নি। তবে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করা হবে। তা ছাড়া জেলার ৭ জন নেতা যোগদান করবেন।’’ পরে তিনি জানান, শনিবার দুপুর ১টায় বটতলা চক থেকে মিছিল করে কলেজ মাঠে অমিতের সভায় যাবেন শুভেন্দু ঘনিষ্ঠরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement