— প্রতীকী চিত্র।
অসমে তৃণমূলের অনেক জেলা কমিটি ভেঙে গিয়েছে। তৃণমূলের কর্মীরা কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসে ফিরে আসা অসম তৃণমূলের প্রাক্তন সভাপতি রিপুন বরা এমনটাই দাবি করলেন ধুবুড়িতে। জবাবে, শুক্রবার গুয়াহাটিতে বিভিন্ন দলের পাঁচ শতাধিক কর্মীকে তৃণমূলে যোগদান করিয়ে অসম তৃণমূলের মুখ্য আহ্বায়ক দুলু আহমেদ ও রাজ্য সভাপতি রমেন বরঠাকুর পাল্টা দাবি করলেন, ৭৫ শতাংশ তৃণমূল জেলা কমিটিই বহাল রয়েছে। সেই নেতা-কর্মীদের সিংহভাগই আজ গুয়াহাটির সভায় হাজির ছিলেন।
দুলু আহমেদ বলেন, “গত লোকসভা ভোটে বরপেটা, কোকরাঝাড় ও লখিমপুরে প্রার্থীদের নামে আসা পুঁজির ৮০ শতাংশ আত্মসাৎ করা রিপুণের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে জানতে পেরেই তিনি পদত্যাগ করে পালিয়েছিলেন। তিনি প্রতারক।” রমেন বরঠাকুরের কথায়, “এ ভাবে মিথ্যে বলে রিপুণ নিজের ও কংগ্রেসের মুখ ডোবাচ্ছেন।” রিপুণের জবাব, লোকসভা ভোটের সময়ে টাকা এসেছিল সুস্মিতা দেবের মাধ্যমে। প্রার্থীরা সরাসরি টাকা পেয়েছেন। ভোটের সময় দুলু দলেই ছিলেন না, তাই তাঁর অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, ‘‘কয়েকটি জেলা বাদে রাজ্যে তৃণমূল প্রায় শেষ।’’