Kajal Sheikh

জনসংযোগ করতে পারেননি, অনুব্রত মণ্ডলকে নিশানা করে নানুরের সভায় মন্তব্য কাজল শেখের

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম না করে কাজল শেখের দাবি, মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪২
Share:

মঙ্গলবার নানুরে তৃণমূলের একটি বুথ-কর্মী সম্মেলনে অনুব্রত মণ্ডলের নাম না করে তাঁকে কটাক্ষ করছেন কাজল শেখ। —ফাইল চিত্র।

কখনও নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা করছেন। কখনও বা অনুব্রত-ঘনিষ্ঠ নেতাদের বিঁধছেন। তৃণমূলের কোর কমিটিতে জায়গা পাওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত নাম না করে কাজলের দাবি, মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারেননি দলের কয়েক জন নেতা।

Advertisement

মঙ্গলবার নানুরে তৃণমূলের একটি বুথ-কর্মী সম্মেলনে নিজের ভাষণে অনুব্রতর নাম না করে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি কাজল। গরু পাচার মামলায় অভিযুক্ত তথা জেলবন্দি অনুব্রতের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘আমাদের কিছু নেতা ছিলেন, যাঁরা মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারেননি। কালো কাচের গাড়িতে হাত নাড়িয়ে চলে যেতেন। কখনও করজোড় করেননি। তাই বিধানসভার ভোটে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে হেরে গিয়েছিলেন।’’

তিনি অকুতোভয় বলে দাবি করেছেন কাজল। নিজের ভাষণে বলেন, ‘‘আমি কাউকে ভয় পাই না। আমি সত্যের পথে চলি। তাই কে কী বললেন, তাতে আমার কিছুই যায়-আসে না।’’ যদিও পর ক্ষণেই তাঁর দাবি, ‘‘ঠিকমতো বাড়ি ফিরতে পারব কি না, সে আশঙ্কায় থাকি। ঘরেবাইরে অনেক শত্রু আমার। কখন কী করে দেবে! কিছু দিন আগেই বাইরে থেকে আসা দুষ্কৃতীরা আমাকে খুনের প্ল্যান করেছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement