Anubrata Mandal

Anubrata Mandal: সিবিআইয়ের তলবে গরহাজির, গরু পাচার কাণ্ডে গ্রেফতারি এড়াতে আদালতে অনুব্রত

অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘আমার মক্কেল এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। তার পরও তিনি তদন্তে সহযোগিতা করবেন। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তবে গ্রেফতার যেন না করা হয়।’’ বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ অনুব্রতর ওই আবেদনটি গ্রহণ করেছে। শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১৫:০৫
Share:

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

এ বার গরু পাচার মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার-কাণ্ডে একাধিক বার তাঁকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি হাজির হননি বলে অভিযোগ। এমতাবস্থায় তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা করে উচ্চ আদালতে আসেন অনুব্রত। বীরভূমের তৃণমূল নেতার আবেদন, তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করে সিবিআই।

Advertisement

অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘আমার মক্কেল এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। তার পরও তিনি তদন্তে সহযোগিতা করবেন। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তবে গ্রেফতার যেন না করা হয়।’’ বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ অনুব্রতর ওই আবেদনটি গ্রহণ করেছে। শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।

এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। তখনও তিনি রক্ষাকবচ চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন। হাই কোর্ট তা মঞ্জুর করে। পাশাপাশি আদালত জানিয়েছিল, সিবিআই ডাকলেই অনুব্রতকে যেতে হবে। তাঁকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement