বিশ্বভারতীর উপাচার্যের পায়ে বেড়ি বেঁধে রাখা হয়, কটাক্ষ অনুব্রতের। ফাইল চিত্র।
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোয় বিজেপির নিন্দা করে দিলীপ ঘোষকে এক হাত নিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার বিজেপি নেতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাঁর সম্পর্কে যে ভাষা দিলীপ ঘোষ ব্যবহার করেন, আমার মনে হয়, জন্মের সময় ওর মা মুখে মধু দেয়নি।’’ তৃণমূল নেতার মন্তব্য, ‘‘২০২১-এর বিধানসভা নির্বাচনে তো এখানে বিজেপির মন্ত্রী, নেতা সকলে এসেছেন। তখন কী হয়েছে? এখানে দিলীপ ঘোষ মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন মুখের ভাষা বলছেন!’’
শুক্রবার ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মন্তব্য করেন, ‘‘ঘরকা মুরগি ডাল ডাল বরাবর। আপনা ঘর পে কুত্তা ভি শের হোতা হ্যায়।’’ তিনি এ-ও বলেন, উত্তরপ্রদেশে গিয়ে মমতার যোগী আদিত্যনাথকে নিয়ে মন্তব্য সেখানকার মানুষ ভাল ভাবে নেবে না। তার প্রেক্ষিতেই অনুব্রতের এই মন্তব্য।
পাশাপাশি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চলা ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করেন অনুব্রত। আবারও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘পাগল’ বলে কটাক্ষ করেন তিনি। কেষ্টর কথায়, ‘‘ও একটা মস্ত বড় পাগল ভিসি। পাগল যখন, বাড়িতে ট্যাবলেট খাইয়ে রাখুক না বাড়ির লোকজন। আমি তো শুনলাম, ওকে পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়।’’