জোর লড়াই দুই নেতায়।
সুকান্ত মজুমদারের জেলায় গিয়ে বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরের জনসভায় প্রশ্ন তুলেছেন, ‘‘সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য কী করেছেন?’’ জবাবে সুকান্ত কলকাতায় বলেন, ‘‘অভিষেকের বাংলা সম্পর্কে ধারণাই নেই।’’
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের জনসভায় অভিষেক বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির সমালোচনা করার পাশাপাশি সুকান্তকে আক্রমণ করেন। দাবি করেন, রাজ্য বিজেপি সভাপতি জনগণের কল্যাণের থেকেও বেশি রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছেন। বালুরঘাটের জন্য সুকান্ত সময় দেন না বলেও অভিযোগ করেন। অভিষেক বলেন, ‘‘এখানকার মানুষ কি আমাকে এমন একটি উদাহরণ দেখাতে পারবেন যেখানে সুকান্ত মজুমদার, উন্নয়ন নিয়ে বালুরঘাটের অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন? একক ভাবে করা সভাগুলি ছেড়ে দিন। উনি এ রকম উদাহরণ দিতে পারবেন যেখানে দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য কেন্দ্র অন্তত ১০টি উন্নয়নমূলক পদক্ষেপ করেছে?’’
এর জবাব দিতে গিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন, ‘‘অভিষেক সংসদে যান না বলে জানতে পারেন না। সারা দেশের মধ্যে সংসদে সব থেকে বেশি প্রশ্ন করেছেন বালুরঘাটের সাংসদ। বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য ১৯০ কোটি টাকা নিয়ে এসেছি। বালুরঘাট থেকে একলাখি পর্যন্ত বিদ্যুতের কাজ চলছে। অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই বলে এই সব বলছেন।’’