Anubrata Mondal

কেষ্টর ডেরায় বিজেপি-তে ভাঙন, বীরভূমে কয়েক হাজার মানুষ যোগ দিলেন তৃণমূলে

বিধানসভা ভোটের পরে বীরভূম জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা কর্মীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তা নিয়ে চিন্তা বাড়ছে বিজেপি-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ২০:১৯
Share:

বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। নিজস্ব চিত্র।

ফের বিজেপিতে ভাঙন। বুধবার বীরভূম জেলায় বিজেপি-সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েক হাজার মানুষ। দলবদল অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

বুধবার নানুর বিধানসভার শিমুলিয়া এলাকায় বিজেপি, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৩,৫০০ জন কর্মী‌ তৃণমূলে যোগদান করেন। যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল‌।

Advertisement

বীরভূমে বিজেপি ছেড়ে বিপুল সংখ্যক মানুষ তৃণমূলে যোগদান করায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে বীরভূম জেলা বিজেপি। বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘আমাদের কর্মীদের ভয় দেখিয়ে দলে টানছে তৃণমূল। এটাই তৃণমূলের সংস্কৃতি। আমাদের দল যেমন ছিল, তেমনই চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement