—ফাইল চিত্র।
রাজধানীর সাউথ অ্যাভিনিউয়ের ৮১ নম্বর বাড়িটি যাতে মুকুল রায়েরই থাকে, তার জন্য লড়াই ছাড়ছে না তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এর আগে আবেদন করেছিলেন, তাঁর অতিথি আবাস হিসেবে যেন ওই বাড়িটি পাওয়া যায়। রাজ্যসভার সচিবালয় থেকে নেতিবাচক জবাব এসেছে। এর পরে হাল না-ছেড়ে তৃণমূলের আর এক সাংসদ সুখেন্দুশেখর রায় ওই একই আবেদন জানিয়েছেন। অপেক্ষা করা হচ্ছে উত্তরের।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই বাড়িতে থাকছেন মুকুল। এখানে থাকাকালীনই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সম্প্রতি নয়াদিল্লির এস্টেট ডিরেক্টরেটের অধিকর্তাকে নোটিস পাঠানো হয়েছে রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে। এই বাড়িটি ছিল বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নামে, তাঁর অতিথি আবাস হিসেবে। এখন মুকুল আর বিজেপিতে নেই। রাজনৈতিক সূত্র বলছে, স্বাভাবিক ভাবেই ওই বাড়ি থেকে মুকুলকে সরানোর জন্য সক্রিয় হয়েছে বিজেপি।