হাসপাতালে আহত তৃণমূল সমর্থক। নিজস্ব চিত্র।
চা বাগানের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হল উত্তর দিনাজপুরের চোপড়া। সংঘর্ষের সময় ছোড়া ছররা গুলিতে আহত হন ৩ জন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকায়। আহত তিন গুলিবিদ্ধকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই চা বাগান দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল প্রকাশ্যে আসে। সংঘর্ষের সময় গুলি চালানোর ঘটনাটি ঘটে। অভিযোগ, বন্দুক থেকে ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন ৩ জন। তাঁরা প্রত্যেকেই ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ।
আহতদের একজন রাকেশ হোসেন জানিয়েছেন, ভদ্রকালী তৃণমূলের দুই গোষ্ঠীরদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি জানান, তাঁরা পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচারে নামলেও হেরে যান। এর পরেই দলের ক্ষমতাসীন গোষ্ঠী তাঁদের ওপর হামলা চালায়। যদিও ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেনের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।