Suvendu Adhikari

বিভাজনের রাজনীতি করে তৃণমূল: শুভেন্দু

ইদের জমায়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাষণের অভিযোগ তুলে শনিবার রেড রোডে প্রতিবাদ সভা করে রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ০৬:০৪
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে অভিযোগ করলেন, এনআরসি জুজু দেখিয়ে তৃণমূল সংখ্যালঘু ভোট ফেরত পেতে চাইছে। যদিও তৃণমূল একে ‘নজর ঘোরানোর চেষ্টা’ বলে ব্যাখ্যা করেছে।

Advertisement

ইদের জমায়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাষণের অভিযোগ তুলে শনিবার রেড রোডে প্রতিবাদ সভা করে রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা। সমাবেশে উপস্থিত হয়ে শুভেন্দু তোষণের রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘তোপ’ দাগেন। তাঁর দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাসের কথা বলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতির আড়ালে বিভাজনের নামে ভোট চান। আর আমরা উন্নয়নের নামে ভোট চাই।” সেই সঙ্গে তিনি বলেন, “সংখ্যালঘুরা অতীতে আপনার (মুখ্যমন্ত্রী) সঙ্গে ছিলেন না। একটা সময় সংখ্যালঘুরা আপনার ভোট ব্যাঙ্ক হয়েছিল। এখন আর তাঁরা আপনার ভোট ব্যাঙ্ক নেই।” সেই সঙ্গে তিনি জানান, আগামী দিনে লড়াই হবে তোষণ, পরিবারবাদের সঙ্গে বিকাশবাদের। এ দিনের সভা থেকে তিনি অভিযোগ করেন, “কেন্দ্র সংখ্যালঘু উন্নয়নের টাকা দিলেও তৃণমূল সেই টাকা উন্নয়নের কাজে লাগায়নি বরং নয়ছয় করেছে।”

পাল্টা রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সংঘ্যাগুরু-সংখ্যালঘু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, থাকেবেন।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “ওদের পুরোটাই বিভাজনের উপরে দাঁড়িয়ে আছে। মানুষের দৈনন্দিন জীবন-যন্ত্রণা থেকে নজর ঘোরাতে এই সব বলা হচ্ছে।”

Advertisement

আদালতের নির্দেশ মেনে এ দিন সকাল ১০ টা থেকে শুরু করে বেলা সাড়ে ১২টার মধ্যে সভা শেষ হয়ে যায়। সমাবেশে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বক্তৃতা করেন। তাঁর কথায় উঠে আসে সংখ্যালঘুদের জন্য মোদী সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement