—ফাইল চিত্র।
রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা স্পষ্ট করতে চাইলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। মুর্শিদাবাদে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বুধবার বোলপুরে দলের কর্মীদের সঙ্গে দেখা করেন কৈলাস। সেখানে তিনি বলেন, ‘‘সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পশ্চিমবঙ্গে যে ধরনের হিংসা ও অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।’’ এই পরিস্থিতিতে তাঁরা কি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন বোধ করছেন? কৈলাসের জবাব, ‘‘রাজ্যে রাষ্ট্রপতি শাসনের এখনই প্রয়োজন নেই। তবে রাজ্যের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হতে পারে।’’
তৃণমূল অবশ্য কৈলাসের এই হুমকিকে আমলই দিচ্ছে না। দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘নয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি-র বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে কাতারে কাতারে মানুষের ভিড় দেখে ভয়ে বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই ওদের নেতারা এ সব উল্টো-পাল্টা বলছেন। ওঁরা বুঝতে পারছেন না, বাংলার মাটিতে এ সব চলে না। সাহস থাকলে এক বার রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করে দেখান! হাতে হাতে ফল পাবেন।’’
আরও পড়ুন: আগুন জ্বালাচ্ছেন অমিত শাহ, অভিযোগ মমতার
এ দিকে, এ রাজ্যের জনমানসে নয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি-র বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছে, আন্দাজ করে তা মেটাতে মোদী-শাহকে আসরে নামাতে চাইছে রাজ্য বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাজ্যে সভা করতে চাইছে তারা। তবে এখনও তার দিনক্ষণ স্থির হয়নি।