Jadeep Dhankhar

Jagdeep Dhankhar: ভিন্ রাজ্যে বঙ্গ-নিন্দা কেন, ধনখড়কে তোপ

রাজ্যের বাইরে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মুখ খুলে ফের বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ০৮:২১
Share:

ফাইল ছবি

রাজ্যের বাইরে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মুখ খুলে ফের বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তা নিয়েই ফের রাজভবনের সঙ্গে সংঘাত বাধল শাসক শিবিরের। অন্য রাজ্যে বসে রাজ্যের সম্মান নষ্ট করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

Advertisement

রাজ্যের আইশৃঙ্খলা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে চলেছেন রাজ্যপাল। নির্বাচন পরবর্তী হিংসা নিয়েও বারবার রাজ্যের শাসকদল ও প্রশাসনকে দুষেছেন তিনি। এ বার তা নিয়েই নতুন বিতর্ক শুরু হল। রাজস্থানের উদয়পুরে একটি অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রকাশ্যেই নিজের উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল। শুধু তাই নয়, সেই মঞ্চে তিনি নির্বাচনী হিংসার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘বাংলায় আইনের শাসন নেই। সেখানে শাসকের আইন।’

রাজ্যপালের এই ভূমিকায় প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালকে বিজেপির প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘পদের সুযোগ নিয়ে রাজনৈতিক উদ্দেশে বাংলার অসম্মান করছেন। কুৎসা করে বেড়াচ্ছেন। বিজেপি নির্বাচনে হেরে যাওয়ায় তাঁর রাগ হয়েছে।’’ তাঁর অভিযোগ, ‘‘রাজ্য সরকার বহু ক্ষেত্রে দেশে প্রথম। কেন্দ্রীয় সরকারের মূল্যায়নেও স্বীকৃতি রয়েছে। অথচ রাজ্যপাল সে সব কথা বলেন না।’’

Advertisement

রাজ্যপালের এই আচরণের সমালোচনা করেছে বিরোধী দল সিপিএমও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘রাজ্যপাল অন্য রাজ্যে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি পশ্চিমবাংলার সম্পর্কে নেতিবাচক কথা বলবেন, এটা সমীচীন নয়। ঠিক যেমন দেশের মধ্যে আমাদের যা-ই কথা থাক, দেশের বাইরে গিয়ে কেউ সে কথা বলে না। রাজ্যপালের এই আচরণকে আমরা ভাল চোখে দেখছি না একেবারেই।’’ তবে সুজনবাবু মনে করিয়ে দিয়েছেন, ‘‘আমাদের রাজ্যে যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, এই কথা আমরা এই রাজ্যপালের অনেক আগে থেকে বলছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement