ছবি পিটিআই।
মেদিনীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের অধিকাংশ দলীয় বিধায়কই হাজির ছিলেন। ছিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ বলে পরিচিতরাও।
এ বার শুভেন্দুর ‘খাসতালুক’ বলে পরিচিত হলদিয়া পুরসভার সিংহভাগ কাউন্সিলার কলকাতায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে এসে জানিয়ে গেলেন, তাঁরা ‘দিদি’র সঙ্গে আছেন।
তৃণমূলের এক সূত্রে খবর, হলদিয়া পুরসভার দলীয় কাউন্সিলারদের নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্যই মঙ্গলবার ডেকে পাঠিয়েছিলেন ফিরহাদ। ২৯ জনের মধ্যে পুরপ্রধান শ্যামল আদক-সহ ২৫ জন তৃণমূল কাউন্সিলারই এসেছিলেন। বাকি চারজন অসুস্থ। সূত্রের খবর, বৈঠকে পুরমন্ত্রী জানান, দলে থেকে দ্বিচারিতা করা চলবে না। কেউ তৃণমূল ছাড়তে চাইলে চলে যেতে পারেন। কিন্তু দলে থেকে দলবিরোধী কার্যকলাপ করা যাবে না। হলদিয়ার শহর তৃণমূল সভাপতি তথা উপ-পুরপ্রধান সুধাংশুশেখর মণ্ডল বলেন, ‘‘২৫ জন কাউন্সিলারের সকলেই জানিয়েছেন, তাঁরা তৃণমূলের সঙ্গে রয়েছেন।’’
আরও পড়ুন: প্রচারের প্রশিক্ষণ, রাজ্য বিজেপি-কে নড্ডার সফরই সম্বিতের ‘হোমটাস্ক’
শুভেন্দুকে নিয়ে দোলাচল-পর্বে তৃণমূলের বেশ কয়েকটি কর্মসূচিতে গরহাজির ছিলেন শুভেন্দুর অনুগামী হিসাবে পরিচিত হলদিয়ার কাউন্সিলাররা। কয়েকজন ‘দাদার অনুগামী’দের মিছিলেও হাঁটেন। এই আবহে গত রবিবার হলদিয়ার কিছু কাউন্সিলারকে নিয়ে শুভেন্দু বৈঠক করেন বলে খবর।
হলদিয়ার শহর তৃণমূল সহ-সভাপতি তথা ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডলও মানছেন, ‘‘ক’দিন আগে পর্যন্ত যাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে নিজেদের জাহির করতেন, তাঁরাই আজ বৈঠকে নিজেদের ‘দিদির অনুগামী’ বলছেন। এঁদের দলের প্রতি বিশ্বাসযোগ্যতা কতটা, সেটা সময়ই বলবে।’’ বৈঠকে পুরসভা নিয়ে কাউন্সিলারদের অভিযোগ আছে কি না, তা-ও জানতে চান পুরমন্ত্রী। কয়েকজন কাউন্সিলার ব্যক্তিগত ভাবে তা জানাতে চান। সেই মতো উপ-পুরপ্রধান সুধাংশুশেখরকে অভিযোগগুলি সংগ্রহের দায়িত্ব দিয়েছেন পুরমন্ত্রী।
আরও পড়ুন: জানানো হয়নি প্রশ্ন কাঠামো, মাধ্যমিকের প্রস্তুতি ঘিরে উদ্বেগ