TMC

TMC: ২১ জুলাইয়ের শহিদ দিবস পালনের প্রস্তুতি বৈঠক, শুক্রবার তৃণমূল ভবনে তলব নেতাদের

আগামী শুক্রবার তৃণমূল ভবনে ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচির প্রস্তুতি বৈঠক ডাকলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বৈঠকে থাকবেন অভিষেক ও সুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ২০:২০
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেই উপলক্ষে আগামী শুক্রবার তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক ডাকলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলা তৃণমূলের সভাপতি, সাংসদ, বাছাই করা বিধায়কদের নিয়ে ওই দিন বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অতিমারির কারণে ২০২০ ও ২০২১ সালের ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। কালীঘাটের বাসভবন থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিয়েছিলেন নেতা-কর্মীদের উদ্দেশে। যা সম্প্রচার করা হয়েছিল দলের নেটমাধ্যমের অ্যাকাউন্টগুলিতে। প্রতিটি ব্লকে নেতাদের মমতার বক্তৃতার শোনার আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়া দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও নেতাদের পাঠিয়ে ২১ জুলাইয়ে মমতার বক্তৃতা শোনানোর বন্দোবস্ত করেছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Advertisement

কিন্ত ২০২২ সালের শহিদ দিবস কি আবারও ফিরিয়ে আনা হবে ধর্মতলায়? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে। তৃণমূল সূত্রে খবর, এ বারের সমাবেশ কেমন হবে, তা ওই দিনই তা স্পষ্ট করে দেবেন অভিষেক-সুব্রত। প্রসঙ্গত, বিধানসভার বাদল অধিবেশন চলায় শাসকদলের বেশির ভাগ বিধায়ক কলকাতাতেই রয়েছেন। এই সুযোগে তাঁদের তৃণমূল ভবনে ডেকে বৈঠক সেরে ফেলতে চাইছেন শীর্ষ নেতারা। বৈঠকে আমন্ত্রিত এক তৃণমূল নেতার কথায়, এখনও আমাদের কোনও আভাস দেওয়া হয়নি সমাবেশ কী ভাবে হবে। তাই এ প্রসঙ্গে আমাদের কোনও ধারণা নেই। ওই দিনের বৈঠকে শীর্ষ নেতারাই দলের অবস্থান আমাদের জানাবেন। সেই নির্দেশ আমাদের মারফত কর্মীদের কাছে পৌঁছে যাবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement