প্রতীকী ছবি।
সোমবার সকালেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দুপুরে হাওয়া অফিস জানায়, সন্ধের মধ্যে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার সকালেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলা দু’টি হল বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস।
উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় সেখানে অবশ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।