কালো মেঘে ঢাকা আকাশ। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। —নিজস্ব চিত্র।
ফের নিম্নচাপের চোখরাঙানি। চলতি সপ্তাহে এ রাজ্য লাগোয়া বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
শ্রাবণ মাস জুড়েই একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ভাদ্র মাসের শুরুতেও আরও একটি নিম্নচাপের সম্ভাবনায় বৃষ্টি লম্বা ইনিংসের দিকেই এগোচ্ছে। এ ছাড়া সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সে কারণে দক্ষিণ এবং উত্তরবঙ্গে বৃষ্টির বিরাম নেই। কখনও কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়ে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ এবং ২০ অগস্ট বৃষ্টি বাড়বে। এ ছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে।”
আরও পড়ুন: মেলার মাঠে পাঁচিল নিয়ে বিবাদ, ব্যাপক তাণ্ডব-ভাঙচুর, বিশ্বভারতী বন্ধ
সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়ে চলেছে। অনবরত বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকা জলমগ্নও রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়। সারা দিনই এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ১৪ অগস্ট থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জেরে গতকাল রবিবার পর্যন্ত ওড়িশা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখার কারণে এ দিনও বৃষ্টি হচ্ছে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।