কলকাতা-সহ চার জেলায় বৃষ্টি হতে পারে বুধবার সন্ধ্যায়। ফাইল চিত্র।
কলকাতায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ভিজতে পারে আরও ৩টি জেলা। বুধবার সন্ধ্যায় তেমনটাই জানাল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর বুধবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটের বুলেটিনে জানিয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই কলকাতায় বৃষ্টি হতে পারে। তা ছাড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে এই জেলাগুলির কিছু কিছু অংশ ভিজতে পারে বুধবার সন্ধ্যায়।
বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। তাদের তরফে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার সকালে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। তালিকায় ছিল না কলকাতা। কিন্তু বিকেল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা নামতে না নামতে মেঘ গর্জাতে শুরু করে। তার পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়ে দেয় হাওয়া অফিস।
এ দিকে, আবহবিদেরা জানিয়েছেন, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরম তাতে খুব একটা কমবে না। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গরমের অস্বস্তি জারি থাকবে আগামী বেশ কয়েক দিন। কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর থেকে।