৪ অভিযুক্তের মধ্যে ৩ জন। নিজস্ব চিত্র।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ফেনসিডিল পাচার চক্রের পান্ডা-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৫০ বোতল ফেনসিডিল সিরাপ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রইসউদ্দিন শেখ (৩০), শম্ভু প্রামাণিক (৩৫), অনিল প্রামাণিক (৬৫) ও মহম্মদ মহিবুল ইসলাম (২৫)। তাদের মধ্যে রইসউদ্দিনের বাড়ি কালিয়াচক থানার চরি অনন্তপুরে। শম্ভু ও অনিলের বাড়ি কালিয়াচক থানার সালেপুরে। অন্য দিকে, মহিবুলের বাড়ি অসমের বরপেটায়।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রইসউদ্দিনের বাড়িতে অভিযান চালায় বৈষ্ণবনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তারা। জানা গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে এই ফেনসিডিল মাদক সংগ্রহ করে রইসউদ্দিনের বাড়িতে মজুত করা হত। তার পর সেগুলি বাংলাদেশে পাচার করা হত। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।