মমতা এবং তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পিকে বলেন, ‘‘ওই সব সব খবর দেখে আমি শুধু হেসেছি। আমার সঙ্গে দিদির সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। কিন্তু সংবাদমাধ্যমকে তো কিছু করতে হবে। তাই হয়তো এ সব করছে।’’
মমতার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকই রয়েছে, জানালেন প্রশান্ত কিশোর। ফাইল চিত্র।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে এ বার মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। সম্প্রতি খবরের একটি ওয়েবসাইটকে দেওয়া এক ভিডিয়ো সাক্ষাৎকারে তিনি মমতা ও তৃণমূল প্রসঙ্গে মন্তব্য করেছেন। গত কয়েক সপ্তাহ ধরেই ব্যক্তি পিকে এবং আইপ্যাকের সঙ্গে তৃণমূল নেতৃত্বের মধ্যে ফাটল তৈরি হওয়ার কথা চাউর হয়েছিল। কিন্তু এত দিন তৃণমূল নেতৃত্ব বা পিকে — কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
ওই সাক্ষাৎকারে মমতা ও তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ ওঠে। সেখানে পিকে বলেন, ‘‘ওই সব সব খবর দেখে আমি শুধু হেসেছি। আমার সঙ্গে দিদির সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। কিন্তু সংবাদমাধ্যমকে তো কিছু করতে হবে। তাই হয়তো এ সব করছে।’’ এর পর তৃণমূলের অন্দরে চলা সাম্প্রতিক রাজনীতি নিয়েই নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করেছেন পিকে। তিনি বলেন, ‘‘সম্প্রতি সংবাদমাধ্যমে বলা হল, দিদি এবং আমার মধ্যে সমস্যা দেখা দিয়েছে। তার পর বলা হল, দিদি আর অভিষেকের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তার পর বলা হল, অভিষেক ও আমার সঙ্গেই দিদির দ্বন্দ্ব তৈরি হয়েছে।’’ এর পর তাঁর মন্তব্য, ‘‘তিনি দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে দলের সংগঠনকে নতুন করে সাজাচ্ছেন। তা নিয়েও সংবাদমাধ্যমে গল্প তৈরি করা হল।’’
প্রশান্তের দাবি, ২০১৯ সালের জুন মাসে তৃণমূলের সঙ্গে তাদের হয়ে কাজ করার চুক্তি হয় আইপ্যাকের। পিকে-র কথায়, ‘‘তার পর থেকেই সংবাদমাধ্যমে আইপ্যাক ও আমাকে টার্গেট করে খবর করা হল। বলা হল, আমাদের জন্যই নাকি একের পর এক নেতা দল ছেড়ে বিজেপি-তে চলে যাচ্ছেন। কিন্তু ফল ঘোষণার দিন সবাই সব জবাব পেয়ে গিয়েছেন। আমাকে কিছু বলতে হয়নি।’’
তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলেই দাবি করেন পিকে। তিনি বলেন, ‘‘আমাকে সংবাদমাধ্যম প্রশ্ন করে, মমতার সঙ্গে সম্পর্ক কি আগের মতোই আছে? নীতীশ কুমারের সঙ্গে কি সম্পর্ক আগের মতো আছে? অমরেন্দ্র সিংহের সঙ্গে সম্পর্ক কি আগের মতো আছে? এমন সব প্রশ্ন কেন আসে আমি বলতে পারব না। গত ১০ বছরে আমি একাধিক ব্যক্তি ও রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছি। সব সময় সম্পর্ক নষ্ট হয় না। আমারও কোনও সম্পর্ক নষ্ট হয়নি।’’