Teachers

Teacher: নিয়োগ হতে পারে কুড়ি হাজার শিক্ষক পদে, দাবি

এসএসসি সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কিছু পরিবর্তনও করা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ০৬:১৫
Share:

ফাইল চিত্র।

রাজ্যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে প্রায় ২০ হাজার নিয়োগ হতে পারে। শনিবার শিক্ষা দফতরের একটি সূত্রে এই দাবি করা হয়েছে। ওই সূত্রের বক্তব্য, প্রথমে প্রধান শিক্ষক নিয়োগ হবে। তার পরে একাদশ-দ্বাদশ এবং নবম-দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শুরু করেছে বলেও খবর।

Advertisement

এই পরিস্থিতিতে উচ্চ-প্রাথমিকের নিয়োগ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ-সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “দু’বার ইন্টারভিউ সম্পন্ন করেও আট বছরে আইনি জটে ১৪,৩৩৯ শূন্যপদে নিয়োগ অধরা। আমাদের নিয়োগ যেন দ্রুত হয় তা-ও কমিশনকে দেখতে অনুরোধ করছি।”

এসএসসি সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কিছু পরিবর্তনও করা হতে পারে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে লিখিত পরীক্ষার উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছিল। সূত্রের খবর, এ বার প্রথমে মাল্টিপল চয়েজ় প্রশ্ন (এমসিকিউ) নেওয়া হতে পারে। পরীক্ষা হবে ওএমআর শিটে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি এসএসসি জানিয়েছিল, নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ থাকবে না। কিন্তু এ বার ফের ইন্টারভিউ এবং অ্যাকাডেমিক স্কোর-কেও গণ্য করা হবে বলেই খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement