Arjun Singh

Arjun Singh: সিবিআই, ইডি-কে বিরোধীদের ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই, বললেন অর্জুন সিংহ

সিবিআই, ইডি-র মতো সংস্থাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সাংসদ অর্জুন সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২২ ২০:০০
Share:

রবিবার তৃণমূলে যোগদানের পর সাংসদ অর্জুন সিংহ। নিজস্ব চিত্র।

সিবিআই, ইডি-কে বিরোধীদের ভয় পাওয়ার দরকার নেই। এমনটাই বললেন অর্জুন সিংহ। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে এসে তৃণমূলে যোগদান করেন তিনি। যোগদানপর্ব সেরে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হয়, রাজ্যে যে সিবিআই ও ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি তৃণমূলের প্রতিনিধিদের বিষয়ে নানা ভাবে তদন্ত চালাচ্ছে, তা নিয়ে তাঁর মত কী? জবাবে অর্জুন বলেন, ‘‘আমি মনে করি, এই ধরনের কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়। শাসকপক্ষই এই ধরনের কাজ বিরোধী দলগুলির উপর করে থাকে। তাই আমি বলব, বিরোধী রাজনৈতিক দলগুলির এ বিষয়ে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই।’’

Advertisement

প্রসঙ্গত, তৃণমূল শিবির বারবরই বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করে যে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই তাঁদের বিরুদ্ধে সিবিআই ও ইডি-র মতো তদন্তকারী সংস্থাগুলিকে সক্রিয় করা হচ্ছে। আর রবিবার তৃণমূলে ফিরেই এই ধরনের কেন্দ্রীয় সংস্থাকে ভয় না পাওয়ার কথা বলে গেলেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর কথায়, ‘‘আমরা রাজনৈতিক মানুষ। রাজনৈতিক পথে লড়াই করেই সব কিছুর জবাব দিতে হয়। সে ভাবেই রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে এ সবের জবাব দেওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement