Protest

কাজের দাবিতে মিছিল যুব লিগের

ওয়েলিংটনে পুলিশ মিছিল আটকায়। এবিভিপি-র কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পুলিশ কয়েক জনকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৭:৩১
Share:

যুব লিগের প্রতিবাদ মিছিল। কলকাতায়। — নিজস্ব চিত্র।

কাজের দাবি এবং সাম্প্রদায়িকতা, তৃণমূলের ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিল করল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুব লিগ। মহাজাতি সদন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিলটি হয়। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ‘নির্যাতিতাদের’ পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয় ওই মিছিল থেকে। ব্যারিকেড করে পুলিশ রাস্তা আটকেছিল। কিন্তু ব্যারিকেড ভেঙে সংগঠনের নেতা, কর্মীরা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করেন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সমন্বয় বিশ্বাস, রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাত। এ দিকে, সন্দেশখালি-কাণ্ডের প্রতিবাদে এবিভিপি কলেজ স্কোয়ার থেকে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল। ওয়েলিংটনে পুলিশ মিছিল আটকায়। এবিভিপি-র কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পুলিশ কয়েক জনকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement