ফাইল চিত্র।
আপাতত অত্যাবশ্যক পরিষেবার কর্মীদের জন্যই চালু করা হোক কলকাতার মেট্রো রেল। গত শুক্র এবং শনিবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে বিভিন্ন রাজ্যের সচিবদের ভিডিয়ো বৈঠকে এই অনুরোধ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের তরফে। রাজনৈতিক সূত্রে এই খবর জানা গিয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে এই দাবিটি নতুন নয়। জুন মাসের শেষে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন জানান, রাস্তায় বাসের সংখ্যা কম থাকায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে ভোগান্তি হচ্ছে মানুষের। তাই চালু করা হোক মেট্রো। কিন্তু কেন্দ্রের ‘আনলক-২’ পর্বের নির্দেশিকা অনুযায়ী জুলাই মাসে চালানো যাবে না মেট্রো।
সূত্রের বক্তব্য, গৌবার সঙ্গে বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দাবিকেই ফের তুলে ধরেন। তবে এ বার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, পারস্পরিক দূরত্ব বজায় রাখার স্বার্থে যদি পুরোদমে যাত্রী নেওয়া না-ও হয়, তা হলেও জরুরি পরিষেবার ক্ষেত্রগুলিতে মানুষের পৌঁছনোর জন্যই চালু করা হোক মেট্রো। সূত্রের খবর, ক্যাবিনেট সচিব তাঁকে
বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলতে। এখনও পর্যন্ত সেই আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে।