অ্যাক্রোপলিস মলে শুরু হল টিকাকরণ। নিজস্ব চিত্র।
অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ এবং মুকুন্দপুর আমরি-র যৌথ উদ্যোগে শুরু হল করোনা টিকাকরণ কর্মসূচি। মঙ্গলবার থেকে ওই মলের চার তলায় এই কর্মসূচি শুরু হয়েছে।
১৮ থেকে শুরু করে যে কোনও বয়সিরা এই মলে এসে প্রতিষেধকের প্রথম বা দ্বিতীয় টিকা নিতে পারবেন। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ওই টিকাকরণের কাজ। টিকা নিতে আসার আগে কো-উইন অ্যাপে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক। সে ক্ষেত্রে আধার কার্ড নিয়ে আসতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। সামাজিক দূরত্ব বজায় রেখেই হবে এই কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের ধার্য্য করা মূল্যেই এই টিকা দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতেই তাঁদের এই উদ্যোগ বলেই দাবি করেছেন উদ্যোক্তারা।