শুধু বিজেপি প্রার্থী নন, ওই ওয়ার্ডের নির্দল প্রার্থীও তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। নির্দল প্রার্থী বলেন, ‘‘বুথে ঢুকতে দিচ্ছে না। তাঁকে এবং তাঁর নির্বাচনী এজেন্টকে মারধর করেছেন তৃণমূল প্রার্থীর স্বামী।’’
বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস। নিজস্ব চিত্র।
ভোট লুঠ করছে তৃণমূল। আটকানো যাচ্ছে না। অবাধে চলছে ছাপ্পা — এই অভিযোগ তুলে কেঁদে ফেললেন বিজেপি প্রার্থী। রবিবার সকালে বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস বুথের বাইরে কেঁদে ভাসালেন। তাঁর অভিযোগ, ওই ওয়ার্ডের ঠাকুর পল্লি বনবিহারী প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট লুঠ করছেন তৃণমূল কর্মীরা। কোনও ভাবে তা আটকানো যাচ্ছে না। যদিও তা অস্বীকার করেছে শাসক দল।
শুধু বিজেপি প্রার্থী নন, ওই ওয়ার্ডের নির্দল প্রার্থীও তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। নির্দল প্রার্থী বলেন, ‘‘বুথে ঢুকতে দিচ্ছে না। তাঁকে এবং তাঁর নির্বাচনী এজেন্টকে মারধর করেছেন তৃণমূল প্রার্থীর স্বামী।’’ ওই নির্দল প্রার্থীর দুই মেয়ের ফোন ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
ভোট লুঠ বা মারধরের অভিযোগ সবটাই অস্বীকার করেছে তৃণমূল। উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ করছে তারা। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বন্দনা দাস বলেন, ‘‘যে সব অভিযোগ করা হচ্ছে, সবই ভুয়ো। বরং বিরোধীরাই আমাদের উপরে হামলা চালিয়েছে। এবং এখন নাটক করছে।’’