—প্রতীকী ছবি।
রামমন্দির প্রতিষ্ঠার দিন কোথাও যাতে গোলমাল না হয়, সে জন্য বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে রাজ্য। আগামিকাল, সোমবার যেমন রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মিছিল বেরোবে, শাসক দল ডাক দিয়েছে ‘সংহতি মিছিলে’রও। পুলিশের এক কর্তার কথায়, “গত বছর রাম নবমীর শোভাযাত্রা ঘিরে গোলমাল হয়েছিল। বিষয়টিতে শেষে হাই কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। এ বারও সংহতি মিছিল ঘিরে হাই কোর্টের নির্দেশ আছে। তা যাতে যথাযথ ভাবে পালন হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।”
পুলিশ সূত্রের খবর, অতিরিক্ত বাহিনীকে আজ, রবিবারের মধ্যে নির্দিষ্ট জেলা বা পুলিশ কমিশনারেটে রিপোর্ট করতে বলা হয়েছে। চারটি কমিশনারেটে সশস্ত্র বাহিনীর চার কমান্ডান্টকে পাঠানো হচ্ছে। রাজ্যের প্রশিক্ষণরত ৫২০০ কনস্টেবলকেও জেলা ও কমিশনারেটে পাঠানো হচ্ছে। তার মধ্যে ৯০০ জন মহিলাও রয়েছেন। পুলিশকে ওই দিন হেলমেট, বডি প্রোটেক্টরের মতো সুরক্ষা সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্রের বদলে লাঠির মতো হাতিয়ার (নন-লেথাল ওয়েপন) ব্যবহার করতে বলা হয়েছে।
বিভিন্ন রেল স্টেশনেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করার জন্য রেল পুলিশকে বলেছেন রাজ্যের পুলিশ-প্রশাসনের শীর্ষকর্তারা।