—প্রতীকী ছবি।
আত্মঘাতী হয়ে রেশন ডিলারের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের রেশন ডিলারেরা। শুক্রবার রাজ্য জুড়ে রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথির এক রেশন ডিলারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। রেশন ডিলার সংগঠনের অভিযোগ, ওই রেশন দোকানের ই-পস মেশিনে খাদ্যসামগ্রী মজুতের যে হিসাব দেওয়া হচ্ছিল তাতে গরমিল ছিল। এই কারণে মানসিক যন্ত্রণায় সুকুমার দাস নামে ওই ডিলার আত্মঘাতী হয়েছেন।
প্রয়াত ডিলারের স্মরণে কাঁথির ডিলারদের সংগঠন সারা রাজ্যে রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে, তাতে সমর্থন জানিয়েছেন ফেডারেশনের শীর্ষনেতারা। পাশাপাশি, ঘটনার কথা জানিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এবং কাঁথির এমআর ডিলারদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য দফতরের প্রধানসচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে চিঠি দেওয়া হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘খাদ্যসামগ্রী মজুতের পরিমাণ ই-পসে ভুল দেখানোর সমস্যা হচ্ছে রাজ্যের বহু ডিলারদের। এমনটা হলে সাধারণ রেশন ডিলারদের উপর চাপ তৈরি হয়। সেই কারণেই আমাদের সতীর্থ সুকুমার আত্মঘাতী হয়েছেন। তাই আমরা প্রতিবাদ জানিয়ে শুক্রবার রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’