Winkle Twinkle film

সৃজিতের পরিচালনায় ‘উইঙ্কল টুইঙ্কল’, মঞ্চ থেকে ছবি, কতটা আশাবাদী ব্রাত্য-দেবেশ?

ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকটি দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় মঞ্চস্থ হয়। নাটকটি অবলম্বনে ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:২২
Share:

(বাঁ দিক থেকে) ব্রাত্য বসু, সৃজিত মুখোপাধ্যায় এবং দেবেশ চট্টোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নাটক থেকে ছবি এবং ওয়েব সিরিজ় তৈরির সংখ্যা বাড়ছে। চলতি বছরেই উইলিয়াম শেক্সপিয়রের ‘ওথেলো’ অবলম্বনে অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ‘অথৈ’ মুক্তি পেয়েছে। ‘রোমিয়ো অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে তৈরি ওয়েব সিরিজ় ‘তালমার রোমিয়ো জুলিয়েট’ সম্প্রতি দেখেছেন দর্শক। এ বার ব্রাত্য বসুর লেখা নাটক অবলম্বনে ছবি পরিচালনা করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। নাটকের নামেই ছবির নামকরণ করেছেন নির্মাতারা।

Advertisement

২০০২ সালে বাত্য বসুর লেখা নাটকটি মঞ্চস্থ করেন দেবেশ চট্টোপাধ্যায়। জনপ্রিয় নাটকটিতে ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে। ২০০২ সালে সে হঠাৎই ফিরে এলে, সমাজজীবন তার কাছে নতুন অর্থ নিয়ে হাজির হয়। সব্যসাচীর ছেলে ইন্দ্র বাবার বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। ব্রাত্য জানালেন, তাঁর এই নাটকটি মূলত মঞ্চের কথা মাথায় রেখে লেখা। তবে তিনি ছবিটি নিয়ে আশাবাদী। বললেন, ‘‘আমার ভাল লাগছে। যদিও আমি সন্দেহে আছি, কারণ এটা একান্তই থিয়েটারের জন্য লেখা। কিন্তু সৃজিতের উপরে আমার ভরসা আছে। ও নিজের প্রতিভাগুণে ‘উইঙ্কল টুইঙ্কল’কে স্বকীয় চলচ্চিত্র ভাষা দিতে পারবে।’’

মূল নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার। ছেলের চরিত্রে ছিলেন রজতাভ দত্ত। ‘উইঙ্কল টুইঙ্কল’ থেকে ছবি হচ্ছে জেনে খুশি দেবেশ। বললেন, ‘‘এই নাটকের সঙ্গে সময় খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়টা এখানে কী ভাবে সৃজিত নিয়ে আসবে, সেটা আমি জানি না। তখনকার রাজনৈতিক ভাষ্য তো এখন বদলে গিয়েছে।’’ দেবেশের মতে, ১৯৭৬ সাল এবং ২০০২ সালের বামপন্থা এখন তৈরি ছবিতে নিশ্চয়ই বদলে যাবে। মঞ্চের জন্য তৈরি নাটক অবলম্বনে দেবেশ নিজেও ছবি তৈরি করেছেন। দু’টি ভিন্ন মাধ্যম হলেও তিনি এই প্রয়াসকে স্বাগত জানাচ্ছেন। তাঁর কথায়, ‘‘সারা পৃথিবী জুড়েই দীর্ঘ দিন নাটক থেকে ছবি বা বিপরীত কাজ হয়েছে। এই উভমুখী ক্রিয়া শিল্পের জন্যও ইতিবাচক।’’

Advertisement

সোমবার নির্মাতারা ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। সেখানে, কাস্তে, হাতুড়ি, তারা চিহ্ন রয়েছে। আর রয়েছে লেলিনের মূর্তি। তার সামনে বসে দুই ব্যক্তি। যদিও তাদের মুখ প্রকাশ্যে আসেনি। ইন্ডাস্ট্রির গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়াও থাকছেন অনসূয়া মজুমদার এবং অঙ্গনা রায়।

সম্প্রতি, নাটকটির স্বত্ব কিনেছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। তবে এই মুহূর্তে ছবির কাস্টিং নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তিনি। পাশাপাশি জানালেন, রাজনৈতিক নাটক হলেও ছবিটা অ্যাডাপ্টেশন। তাঁর কথায়, ‘‘এর মধ্যে কোনও রাজনীতি খোঁজা অর্থহীন।’’ প্রযোজক জানালেন, ছবি নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া বাকি। আগামী জানুয়ারি মাস থেকে ছবির শুটিং শুরু হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement