Madhyamik

মাধ্যমিকে কিছু নম্বরে কারচুপি?

গত বছর মাধ্যমিকের প্রায় প্রতিটি বিষয়েরই প্রশ্ন পরীক্ষা শুরুর কিছু ক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছিল। তা নিয়ে ব্যাপক তোলপাড় হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ০৪:৩৫
Share:

প্রতীকী ছবি।

ওয়েবসাইটে যে-নম্বর ছিল, মার্কশিট পাওয়ার পরে দেখা গেল, সেটা বেমালুম বদলে গিয়েছে! দু’টি-একটি ক্ষেত্রে নয়, মাধ্যমিকে বেশ কিছু বিষয়ে অনেকেরই এমন নম্বর বদল ঘটেছে বলে মধ্যশিক্ষা পর্ষদের কাছে অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। নম্বরে গরমিলের বিষয়টি স্বীকার করে নিয়ে পর্ষদ সূত্রে জানানো হয়, কোথাও একটা ‘কারচুপি’ হয়েছে। সে-ক্ষেত্রে ব্যবস্থাগ্রহণের আশ্বাসও মিলেছে। প্রয়োজনে সিআইডি-র সাহায্য নেওয়া হতে পারে বলে পর্ষদ সূত্রের খবর।

Advertisement

গত বছর মাধ্যমিকের প্রায় প্রতিটি বিষয়েরই প্রশ্ন পরীক্ষা শুরুর কিছু ক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছিল। তা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। এ বার পরীক্ষা চলাকালীন তেমন কোনও অভিযোগ না-উঠলেও ফলাফল ঘোষণার পরে এ ভাবে নম্বর-বিভ্রাটকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাধ্যমিকের ফল বেরিয়েছে ১৫ জুলাই। তবে করোনা পরিস্থিতির জন্য অন্যান্য বারের মতো এ বছর সে-দিনই পরীক্ষার্থীরা মার্কশিট বা সার্টিফিকেট হাতে পায়নি। প্রথমে ওয়েবসাইট থেকেই তারা প্রতিটি বিষয়ের নম্বর ও মোট নম্বর জানতে পারে। এক সপ্তাহ পরে স্কুল থেকে মার্কশিট দেওয়া হয়। তখনই নম্বরের গরমিলের বিষয়টি ধরা পড়ে। বেশ কিছু পরীক্ষার্থী জানায়, মার্কশিট পেয়ে তারা খুবই অবাক হয়ে যায়। কারণ, বেশ কিছু বিষয়ের নম্বর ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে মিলছে না। প্রায় সঙ্গে সঙ্গেই পর্ষদ-কর্তৃপক্ষকে সব জানানো হয়।

Advertisement

পর্ষদ সূত্রের খবর, একটা কারচুপি হয়েছে। তবে মার্কশিটের নম্বরই ঠিক। মার্কশিটে উল্লিখিত নম্বরই আছে তাদের নিজস্ব ‘ডেটাবেস’ বা তথ্য ভান্ডারে। তা হলে ওয়েবসাইটে পৃথক নম্বর এল কী ভাবে? পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, নম্বর-বিভ্রাটের বিষয়টি তাঁদের নজরে এসেছে। রাজ্যের শিক্ষা দফতরকে সবই জানানো হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement