কলকাতার আইনেই মেয়র মনোনয়ন অন্য পুর-নিগমে

শোভন চট্টোপাধ্যায়ের বদলে ফিরহাদ হাকিমকে মেয়র করার সময় কলকাতা পুর আইনে এই বদল করা হয়েছিল। এ বার একই পরিবর্তন আনা হল রাজ্যে অন্য পুর-নিগমগুলিতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০২:৪১
Share:

—ফাইল চিত্র।

কলকাতার মতোই রাজ্যের সব পুর-নিগমে মেয়র মনোনয়নে আইন সংশোধন হল রাজ্য বিধানসভায়। মেয়র হওয়ার ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে আসতে পারবেন তিনি। ওই সংশোধনীতেই বৃহস্পতিবার বোর্ডহীন পুরসভার প্রশাসকের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

শোভন চট্টোপাধ্যায়ের বদলে ফিরহাদ হাকিমকে মেয়র করার সময় কলকাতা পুর আইনে এই বদল করা হয়েছিল। এ বার একই পরিবর্তন আনা হল রাজ্যে অন্য পুর-নিগমগুলিতেও। বিধানসভায় বিতর্কে বিরোধীরা এই বিলকে ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক’ হিসেবে চিহ্নিত করেছেন। শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, ‘‘সংবিধানে যা বলা হয়েছে, এই বিলে মানা হচ্ছে না।’’ একই সঙ্গে পুর প্রশাসকের সর্বোচ্চ মেয়াদ এককালীন ৬ মাস থেকে বাড়িয়ে এক বছর করার সংস্থানও পাশ করা হয়েছে।

বিতর্কে কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, শাসক দল নির্বাচন করতে ভয় পাচ্ছে। তাই নির্বাচন এড়িয়ে বোর্ডের প্রশাসকের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। জবাবে পুর ও নগোরন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বলেন, ‘‘তৃণমূল যে কোনও নির্বাচনের মুখোমুখি হতে প্রস্তুত।’’ বামেদের খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘যে অশোকবাবু এখানে এই বিলের বিরোধিতা করছেন, তাঁর হাতেই প্রশাসক বসানোর ব্যবস্থা চালু হয়েছে।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement