নিজস্ব চিত্র
স্বাস্থ্য সাথী কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। চিকিৎসায় দেরি হওয়ায় রোগীর মৃত্যুও হয়। তার পরই নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।
শনিবার ঘটনাটি ঘটেছে। পরিবার জানায়, পেটে যন্ত্রণা হওয়ায় ছেলে মোশারফ সেখকে কিছু দিন আগে বহরমপুরের ওই বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন বড়ঞা থানার অন্তর্গত বধুয়া গ্রামের বাসিন্দা পেশায় টোটোচালক আমদ আলি সেখ। সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলেও তাঁকে জানানো হয়, নগদ অর্থ নিয়ে এলে তবেই চিকিৎসা হবে। সেই মতো সোনার গয়না ও টোটো বিক্রি করে ৭০ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয় বেসরকারি হাসপাতালে। শনিবার রাতে অস্ত্রোপচারের সময়ে জানানো হয়, রোগীকে রক্ত দিতে হবে। পরিবারের তরফে রক্তের ব্যবস্থা করা হলেও সেই রক্ত নেওয়া হয়নি। হাসপাতালের তরফে রক্ত দিয়ে বিনিময়ে পরিবারের কাছে অতিরিক্ত ৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। তার পরও চিকিৎসায় গাফিলতির কারণে শনিবার রাতেই ঐ যুবকের মৃত্যু হয়, দাবি পরিবারের। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই হাসপাতালের বিরুদ্ধে।
তবে ওই অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, চিকিৎসা গাফিলতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস।