—প্রতিনিধিত্বমূলক ছবি।
উচ্চ মাধ্যমিক স্তরে কিছু বিষয় চলতি বছর থেকে পাঠ্যক্রমে যুক্ত হলেও তা পড়ানোর জন্য নতুন শিক্ষক নিয়োগ হয়নি। তাই বর্তমান শিক্ষকদেরই এ বিষয়ে পড়ানোর প্রশিক্ষণ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সল্টলেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে শুরু হয়েছে আরও একটি নতুন বিষয় ‘সায়েন্স অব ওয়েলবিয়িং’-এর প্রশিক্ষণ।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘আগে কৃত্রিম মেধা ও ডেটা সায়েন্স, কৃত্রিম মেধার প্রয়োগের উপরে প্রশিক্ষণ হয়েছে। মঙ্গলবার থেকে সায়েন্স অব ওয়েলবিয়িং-এর প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত।’’ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, উচ্চ মাধ্যমিক স্তরে নতুন বিষয়গুলি এমন ভাবে পড়াতে হবে, যাতে পড়ুয়ারা উৎসাহ পায়। তিনি বলেন, ‘‘বিভিন্ন স্কুলের বায়োসায়েন্স, ভূগোল, পরিবেশবিদ্যা, হিউম্যান ডেভেলপমেন্ট, মনস্তত্ত্ব-সহ কিছু বিষয়ের শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।’’