becharam manna

ESI Hospital: আলিপুরদুয়ারে ইএসআই হাসপাতাল গড়ার সিদ্ধান্তে সিলমোহর শ্রম দফতরের

রাজ্যে আরও একটি ইএসআই হাসপাতাল গড়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ল। নতুন এই হাসপাতালটি তৈরি হবে আলিপুরদুয়ারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৮:৪২
Share:

শ্রম দফতরের বৈঠকে মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ দোলা সেন ও বিজেপি সাংসদ খগেন মুর্মু। নিজস্ব চিত্র

শিলিগুড়ির পর আলিপুরদুয়ার। এ বার উত্তরবঙ্গে আরও একট ইএসআই হাসপাতাল গড়ার সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য শ্রম দফতর। সোমবার এই সংক্রান্ত বিষয়ে ইএসআইয়ের আঞ্চলিক সংসদের বৈঠক হয় নবমহাকরণে। সেই বৈঠকে ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না, শ্রম দফতরের প্রধান সচিব বরুণ রায়-সহ অন্যান্য আধিকারিকরা। এই হাসপাতালের জন্য আলিপুরদুয়ারে পাঁচ একর জমি চাওয়া হয়েছিল। যা রাজ্য সরকার মঞ্জুর করেছে বলেই শ্রম দফতর সূত্রে খবর। বৈঠকের পর শ্রম দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আলিপুরদুয়ারের বীরপাড়ায় হবে এই ইএসআই হাসপাতালটি। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল তৈরি হলে আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিকদের চিকিৎসা পেতে সুবিধা হবে। সম্প্রতি কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, বাংলায় তিনটি ইএসআই হাসপাতাল হচ্ছে। হলদিয়া, শিলিগুড়ি ও গড়শ্যামনগরে হচ্ছে এই হাসপাতালগুলি। শিলিগুড়ির সঙ্গে আলিপুদুয়ারে আরও একটি হাসপাতাল তৈরি হলে তা হবে উত্তরবঙ্গের মানুষের জন্য অত্যন্ত উপযোগী, এমনটাই মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement