তখনও চলছে উদ্ধারকাজ। —ফাইল চিত্র।
রাজস্থানের খেতড়ির খনি দুর্ঘটনায় কলকাতার ভিজিল্যান্স কর্তার ঘটনায় কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এর খনি পরিদর্শনে গিয়ে কলকাতা, দিল্লির ভিজিল্যান্স বিভাগের দলটি দুর্ঘটনায় পড়েছিল। ২০২২-এ ওই তল্লাটেই এইচসিএল-এর কয়েক জন শীর্ষ কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে। সেখানেই কলকাতায় এইচসিএল-এর সদর থেকে অভ্যন্তরীণ পরিদর্শনের কাজে গিয়েছিলেন মুখ্য ভিজিল্যান্স অফিসার উপেন্দ্র কুমার পাণ্ডে। দুর্ঘটনার পরে দু’দিন কেটে গেলেও এইচসিএল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি। ফলে, মৃত অফিসারের ঘনিষ্ঠমহল থেকে নানা প্রশ্ন উঠছে।
এইচসিএল-এর সূত্রে বলা হয়, নির্বাচনী আচরণ বিধি চলছে বলেই তাঁরা এখনই কিছু বলছেন না। যা বলার কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রকের তরফেই বলা হবে। কিন্তু এখনও পর্যন্ত সরকারি তরফেও বিবৃতি মেলেনি। মৃত উপেন্দ্র বছর খানেক আগেও পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এডিআরএম (অপারেশন) ছিলেন। কয়েক মাস আগে ডেপুটেশনে তিনি এইচসিএলে যোগ দেন। ময়না তদন্তের পরে বৃহস্পতিবার রাতে উপেন্দ্রর দেহ কলকাতায় আসে। আজ, শুক্রবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা। ৫৫ বছর বয়সি মৃত অফিসারের স্ত্রী, ছেলেরা রয়েছেন। ছেলেরা বিদেশে। উপেন্দ্রর এক দাদা কমলেশ এ দিন সন্ধ্যায় বলেন, “ময়না তদন্তের রিপোর্ট এখনও পাইনি। বিষয়টি নিয়ে আমরা হতবাক। কী ভাবে এত বড় ঘটনা ঘটে গেল, তার পুরোটা পরিষ্কার নয়। আশা করি, শীঘ্রই সবটা জানা যাবে।”