Calcutta High Court

তিন বিজেপি কর্মী খুনে স্থগিত বিচার প্রক্রিয়া

২০১৯-এ প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল নামে তিন বিজেপি কর্মী খুন হন। সেই মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ০৭:২৯
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে খুন এবং তাঁদের দেহ লোপাটের মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়ে জানান, হাই কোর্টের নির্দেশ ছাড়া নিম্ন আদালত কোনও পদক্ষেপ করতে পারবে না। পুলিশ তদন্ত করতে পারবে। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। ২১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯-এ প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল নামে তিন বিজেপি কর্মী খুন হন। সেই মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। প্রথমে স্থানীয় পুলিশ এবং পরে সিআইডি তদন্ত করলেও চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ পড়ে।

সম্প্রতি শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী হামলার মুখে পড়ে। তা নিয়ে শোরগোল শুরু হওয়ার পরে পুরনো ওই খুনের মামলা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন নিহতের পরিবারেরা। সেই মামলার শুনানিতে বিষয়টিকে ‘ভয়ঙ্কর ঘটনা’ বলেও উল্লেখ করেন বিচারপতি সেনগুপ্ত। এই মামলায় নিহতের পরিবার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন কোর্টে। তবে এ দিন সেই আর্জির ব্যাপারে কোনও রায় দেয়নি হাই কোর্ট। শুধু নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি। বুধবার হুগলির ধনেখালিতে একটি কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনে চলতে হবে। ওই ঘটনার পিছনে শাহজাহানেরই মদত আছে। সে যদি ভেবে থাকে যা খুশি করে বেঁচে যাব, অত সহজ নয়। কড়ায়-গন্ডায় সব কিছুর হিসেব হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement