Calcutta HighCourt

Calcutta High Court: আদালতে ভুল তথ্য! আইসি-কে কেন জেলে পাঠানো হবে না, রাজ্যের কাছে প্রশ্ন হাই কোর্টের

কয়েক মাস আগে টাকা চাইতে গিয়ে আক্রান্ত হন নরেন্দ্রপুর থানা এলাকার রায়নার বাসিন্দা সুরজ প্রতাপ। অভিযোগ, গলা কেটে তাঁকে খুনের চেষ্টা করা হয়। এর পর থানায় অভিযোগ জানান সুরজ। কিন্তু তাঁর দাবি, অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এর পর হাই কোর্টে মামলা করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ১৫:৩১
Share:

উচ্চ আদালতের শুনানিতে সরকারি আইনজীবী জানান, চার্জশিটের বিষয়টি পুলিশই তাঁকে জানিয়েছে। ফাইল ছবি

পুলিশ বলেই যা খুশি করতে পারে না! পুলিশেরও কারাবাস হতে পারে। এক মামলায় ভুল তথ্য দেওয়ায় এ ভাবেই থানার আইসি-কে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ভুল তথ্য দেওয়ার কারণে কেন থানার আইসি-র শাস্তি হবে না তা হলফনামা দিয়ে জানাতে হবে আদালতকে। ১৫ দিনের মধ্যে তিনি জানাবেন কেন তাঁকে দু’মাসের জন্য জেলে পাঠানো হবে না। ৬ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Advertisement

কয়েক মাস আগে টাকা চাইতে গিয়ে আক্রান্ত হন নরেন্দ্রপুর থানা এলাকার রায়নার বাসিন্দা সুরজ প্রতাপ। অভিযোগ, গলা কেটে তাঁকে খুনের চেষ্টা করা হয়। এর পর থানায় অভিযোগ জানান সুরজ। কিন্তু তাঁর দাবি, অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এর পর হাই কোর্টে মামলা করেন তিনি। ওই মামলার শুনানিতে আদালতে পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি এ বিষয়ে চার্জশিট জমা হয়েছে। অথচ মামলকারীর দাবি, কোনও চার্জশিট জমা পড়েনি। পুলিশ মিথ্যা বলছে।

উচ্চ আদালতের শুনানিতে সরকারি আইনজীবী জানান, চার্জশিটের বিষয়টি পুলিশই তাঁকে জানিয়েছে। সেই মতো তিনি সওয়াল করেছেন। এই বক্তব্য শুনে বিচারপতি মান্থার মন্তব্য, ‘‘কেন এ ভাবে আদালতকে ভুল পথে পরিচালনা করছে থানা? তারা কাদের সাহায্য করতে চাইছে? এই ঘটনায় কেন থানার আইসি-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে না তা জানতে চাইছে আদালত।’’ শুক্রবার ওই আইসি-কে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement