Calcutta High Court

হোম নির্মাণে খরচ ৩.৪১ কোটি, ‘কাটমানি’ প্রসঙ্গ তুলে রাজ্যের সমালোচনায় হাই কোর্ট

১৪ জুন পর্যন্ত রাজ্যের হোমগুলিতে ৩০ জন কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। আদালত এমনটা জেনে বয়স অনুযায়ী টিকাকরণেরও নির্দেশ দিয়েছে রাজ্যকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৮:৪৯
Share:

কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র

রাজ্যের হোমগুলির উন্নয়নে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোর অবস্থাও বেহাল। হোমের জন্য বরাদ্দ অর্থেরও নয়ছয় হয়েছে। রাজ্যের হোমগুলির অবস্থা নিয়ে এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। পাশাপাশি বৃহস্পতিবার হাই কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে,বয়স অনুযায়ী হোমের বাসিন্দাদের টিকাকরণের ব্যবস্থা করতে হবে রাজ্যকে।

Advertisement

বিভিন্ন রাজ্যের হোমগুলির কী অবস্থা রয়েছে, তা খতিয়ে দেখতে দেশের সমস্ত হাই কোর্টকে স্বতঃপ্রণোদিত ভাবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মতো কলকাতা হাই কোর্ট এ রাজ্যের হোমগুলির অবস্থা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল। বৃহস্পতিবার রাজ্য সেই রিপোর্ট আদালতে জমা দেয়। রাজ্যের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি হরিশ টন্ডন এবং সৌমেন সেন। হাই কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে, একটি হোমের একতলা বানাতে খরচ হয়েছে প্রায় ৩.৪১ কোটি টাকা। যা নিয়ে রাজ্যের কড়া সমালোচনা করেন বিচারপতিরা। উদ্বেগের স্বরে তাঁরা বলেন, ‘‘রাজ্যের হোমগুলির কী অবস্থা! একটি হোমের নীচতলা বানাতে ৩.৪১ কোটি টাকা খরচ! তারপরেও হোমের পরিস্থিতি এমন কেন? সমস্ত রিপোর্ট জানাতে হবে রাজ্যকে।’’ বিচারপতি সেন প্রশ্ন তোলেন, হোম নির্মাণে ‘কাটমানি’ চক্র কাজ করছে না তো?

বৃহস্পতিবার হাই কোর্ট জানতে চেয়েছে রাজ্যের হোমগুলি কী অবস্থায় রয়েছে। এগুলি নির্মাণের জন্য কী ভাবে টেন্ডার ডাকা হয়? এখনও পর্যন্ত কতগুলি টেন্ডার ডাকা হয়েছে? তার সবিস্তার রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে। অন্য দিকে, ১৪ জুন পর্যন্ত রাজ্যের হোমগুলিতে ৩০ জন কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। আদালত এমনটা জেনে বয়স অনুযায়ী টিকাকরণেরও নির্দেশ দিয়েছে রাজ্যকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement