ফাইল চিত্র
পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজে গত পাঁচ বছরে কত টাকার ওষুধ কেনা হয়েছে, মেয়াদ-উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে কত টাকার ওষুধ ব্যবহার করা যায়নি এবং কত ওষুধই বা নষ্ট হয়েছে, তা জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ওষুধের অপচয় সংক্রান্ত একটি সংবাদ দেখে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলাতেই গত মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
হাই কোর্টের নির্দেশ, রাজ্য সরকারের বিভিন্ন হাসপাতালে কত ওষুধ আছে, কত ওষুধ পাঠানো হয়েছে এবং কত ওষুধ নষ্ট হচ্ছে, তার নজরদারির জন্য কোনও সফটওয়্যার ব্যবহার করা হয় কি না, তা-ও জানাতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ওয়েবসাইটে একটি তালিকা আপলোড করে দেওয়া বা বিভিন্ন হাসপাতালে চিঠি পাঠিয়ে দেওয়া কোনও সমস্যার সমাধান হতে পারে না। করদাতাদের টাকা এ ভাবে নষ্ট হতে দেওয়া যায় না।
হাই কোর্ট আরও জানিয়েছে, শুধু ভোটারদের খুশি রাখার জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সমস্ত বুদ্ধি ও শক্তি প্রয়োগ করলে হবে না। রাজ্যের সব হাসপাতাল নিজেদের মধ্যে কম্পিউটার সূত্রে সংযুক্ত কি না, তা-ও জানাতে হবে রাজ্য সরকারকে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।